কিলিমানজারোয় বরফ থাকবে না
আফ্রিকার সর্বশেষ হিমবাহগুলো ২০৫০ সালে আর থাকবে না। কেবল আফ্রিকা নয়, বিশ্বজুড়ে যেসব সুবিশাল বরফস্তর বা হিমবাহ আছে, সেগুলোও ২০৫০ সালের মধ্যে বিলীন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাবে এমনটি ঘটবে। জাতিসংঘ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর বিবিসির। ইউনেসকোর প্রতিবেদন অনুযায়ী,…